
পঙ্গু আশাবুদ্দিনকে স্থায়ীভাবে দোকান দিয়ে পাশে দাঁড়ালো আমরা সামাজিক সংগঠন দুর্বার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ দেওড়া গ্রাম আশাবুউদ্দিনের বাড়ীর পাশে রাস্তা সংলগ্ন দুর্বার স্বাবলম্বী প্রজেক্ট -০১, এর আওতায় দোকান ঘরটি রিপেয়ারিং ও দোকানের মালামাল তুলে দিয়ে আশাবুদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয় ।
পাশাপাশি আসাবুউদ্দীন ও তার পরিবারকে সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়ার হয় সংগঠনের পক্ষ থেকে। মহতি এ উদ্যোগকে সাধুবাবু ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানিয়েছে আশাবুদ্দিন ও তার পরিবার। এর আগে দেশের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক জাতীয় গণমাধ্যমে আশাবুদ্দীনকে জীবনযাত্রা নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মহলে নজরে আসে সংবাদটি।
উল্লেখ যে, ৩০ বছর বয়সী টকবকে যুবক আসাবুদ্দীন সুস্থ থাকাকালীন করতেন গিরিল মিস্ত্রীর কাজ। তার উপার্জনের টাকায় চলতো পুরো পরিবার। ভাগ্যের নির্মম পরিহাসে সুস্থ স্বাভাবিক আসাবুদ্দিনের আজ কোমরের মেরুদন্ডের হাড়সহ দুইটি পা পঙ্গু হয়ে
গেছে। গত সাত বছর ধরে বিছানায় শয্যাশায়ী। প্রতিনিয়তই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। সামান্য ভিটেমাটি ছাড়া যেটুকু জমি ছিলো সব কিছু বিক্রি করে এতোদিন চিকিৎসার খরচ চালিয়েছে পরিবারটি।
বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। পরিবারের এক মাত্র উপার্জনকারীব আসাবুদ্দিনের জীবনে এমন দুর্ঘটনা নেমে আসায় চোখে মুখে অন্ধকার দেখছে পরিবারটি৷
কুশল/সাএ
সর্বশেষ খবর