
জয়পুরহাটে নিখোঁজের তিনদিন পর চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী তাসনিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার ও এ ঘটনায় দু’নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শালবন (পশ্চিমপাড়া) গ্রামের রাজমিস্ত্রী এরসাদুলের একমাত্র মেয়ে তাসনিয়া খাতুন (১০) ৩দিন নিখোঁজ হয় । শুক্রবার রাত ৯ টায় ওই গ্রামের একরামুলের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয় রাজমিস্ত্রী এরশাদুলের শিশু সন্তান তাসনিয়া খাতুন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় জিডি করা হয়। খোঁজাখুজির দুইদিন পর শুক্রবার রাতে ওই গ্রামের মান্নানের ছেলে একরামুলের বাড়ির ভিতরে গোয়াল ঘরে বস্তাবন্দি অবস্থায় রাখা শিশুর গলাকাটা মরদেহ খোঁজে পায় গ্রামবাসী। তাকে মেরে বস্তাবন্দি করে রাখা হয়। এরপর ওই বাড়িটি ঘিরে ফেলে গ্রামবাসী। পরে গ্রামবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, শিশুটি বুধবার সন্ধ্যায় নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। শুক্রবার গ্রামবাসী ওই শিশুর বস্তাবন্দি লাশ দেখতে পায় এবং থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেন। এ ঘটনায় একরামুল পালিয়ে গেলেও তার স্ত্রী হাবিবা (২৫) ও একই এলাকার রাজ্জাকের স্ত্রী আজুয়ারা (৬০)কে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর