
হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন, রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার আয়োজনে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে তৃতীয় বার্ষিক হোমিওপ্যাথিক ডক্টরস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলার প্রখ্যাত হোমিও চিকিৎসক ও হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের পাংশা উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাই সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ এবং রাজবাড়ী হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রামমোহন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার সম্পাদক ডা. আমিরুল ইসলাম, ডা. আয়েশা তাহমিনা, এ কে এম ফজলে, রাজবাড়ী সদর উপজেলার সভাপতি ডা. হাবিবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সম্পাদক ড. সেলিম হোসেন, গোয়ালন্দ উপজেলার সম্পাদক ডা. মিরাজুল ইসলাম, কালুখালী উপজেলার সভাপতি ডা. রণজিৎ সরকার, বালিয়াকান্দি উপজেলার সভাপতি ডা. আবু জাফর, পাংশা সরকারি কলেজের প্রভাষক ডা. শিব শংকর চক্রবর্তী, ডা. আশিষ বর্ধন প্রমুখ।
এ ছাড়াও পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় দেড় শতাধিক হোমিও চিকিৎসক উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের পাংশা উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন কুমার মণ্ডল বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে আধুনিক গবেষণা হচ্ছে এবং এ চিকিৎসা এখন আরও আধুনিকতায় পৌঁছে গিয়েছে। আমাদের সকলের উচিত দেশের উন্নয়নে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা। আমরা সম্মিলিতভাবে সকলেই একসাথে থেকে এই মহান পেশার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবায় মনোযোগী হয়ে সেবা প্রদান করব।
সকালে শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের সম্মানে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর