
"স্কাউটিং করবো, সোনার বাংলা গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ও জনসেবার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শুরু হয়েছে ৫২ নং মুক্ত রোভার স্কাউট ও বয়েজ উদ্দিন আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক ডে-নাইট ক্যাম্প '২৫।
শুক্রবার বিকেলে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ ডে-ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র স্কাউটার ও ক্যাম্প চীফ নাসরিন আকতার জুন।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার অতিরিক্ত প্রশাসক (শিক্ষা, আইসিটি) জেসমিন নাহার। স্কাউটার মুসারাত সুলতানা মুক্তার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্প সচিব মেসবাহুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা স্কাউটের সম্পাদক জয়নাল আবেদীন, প্রভাষক আহসান হাবীব ও ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ। শেষে স্কাউটে বিশেষ কৃতিত্ব অর্জন করায় পাঁচ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এই ক্যাম্পে মোট দুই শতাধিক স্কাউট, গার্ল ইন স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর