
রাজবাড়ীর পাংশা পৌর শহরের ভাই ভাই মার্কেটের জয় দুর্গা জুয়েলার্সের দোকানে টিনের চাল কেটে দোকানে ঠুকে নগদ টাকা ও জুয়েলারী নিয়েগেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাসায় যান দোকান মালিক সকালে দোকানে এসে দেখতে পায় তার দোকান চুরি হয়েছে।
পাংশা বাজারের ভাই ভাই মার্কেটে তপন দাস জানান প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দোকান খুলে ক্যাশ বাক্স এলোমেলো দেখে বুঝতে পারি দোকান চুরি হয়েছে।
চোরেরা দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা, ছয় জোড়া কানের দুল স্বর্ণের ওজন অনুমান ১ ভরি এবং অন্যান্য স্বর্ণ অনুমান দুই ভরি। ৭০ হাজার নগদ টাকা সহ মোট অনুমান ৬ লক্ষ টাকা নিয়ে গেছে মর্মে জানা যায়।
এ ব্যাপারে পাংশা মডেল থানায় বিষয় টা লিখিত ভাবে জানিয়েছেন ক্ষতি গ্রস্থ তপন দাস। পাংশা মডেল থানার এস আই ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর