
ভারত তাদের কুটকৌশল দিয়ে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে এতদিন শাসন করেছে,তারা এখন তাদের চাণক্য বুদ্ধি দিয়ে জামাতকে চালাচ্ছে আর পেছনে আছে আওয়ামী লীগ। তাই আগামী রাজনীতিতে সকলকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার বিকেলে নারী জাগরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন,ফেব্রুয়ারিতে যদি ডক্টর ইউনুস নির্বাচন দিতে না পারে তাহলে লাভবান হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।সাধারণ মানুষ যে টেবিলে ছিল সেই টেবিলেই ফেরত যাবে, আমরা কেউ বাঁচতে পারব না।
পি-আর প্রসঙ্গে তিনি বলেন,আমি পি-আর বলতে বুঝি ভারতীয় গান পেয়ার কিয়া তো ডরনা কিয়া। আর সাধারণ মানুষ পি-আর বোঝে না,এটা খাইলে কি ঘুম বেশি হয়, না মাথায় দিলে মাথা ঠান্ডা হয় সেটাও তারা জানে। আমরা জনগণের পিয়ার চাই অর্থাৎ ভালোবাসা চাই। অন্য কোন পিয়ার আমরা বুঝিনা। সুতরাং যারা পিয়ার চাচ্ছে,তারা আগামী নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে স্বদলবলে দেশে ফিরিয়ে আনতে এই পি-আরের আবির্ভাব ঘটিয়েছে।
সমবেত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীদেরকে ঘরে আটকে রেখে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না"এই বিষয়টি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই তিনি মহিলাদের এগিয়ে নিতে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা দল,জাতীয় মহিলা সংস্থা গঠন করেছিলেন। আজ নারীরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে মাঠে নেমে এসেছে, এই ঐক্য ধরে রাখতে পারলে আপনারাই যে কোন ফ্যাসিবাদের জন্ম নির্মূল করতে সক্ষম
তিনি উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের উদ্দেশ্যে বলেন, হাসিনা বুঝতে পেরেছে, সে যেই অপরাধ করেছে তার কোন ক্ষমা নাই। তাই সে পালিয়ে গেছে। আপনারা তো কোন অপরাধ করেন নাই তাই আপনারা পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশ থেকে নির্যাতন করে হিন্দুদের তাড়িয়ে দেয়া হচ্ছে।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়িয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সমাবেশের উদ্বোধন করেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করে। সকাল থেকেই উচ্ছেসিত নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ করে দলীয় স্লোগানে মুখরিত করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর