
জাতীয় সংসদ নির্বাচনের হাওয়ার মধ্যেই সুনামগঞ্জ জেলা বিএনপি পূজামণ্ডপে তাদের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন করে শুভেচ্ছা জানাতে বা পরিদর্শন করতে নিষেধ করেছে। শৃঙ্খলা বজায় রাখার জন্য বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করবে। বিসর্জনস্থলে কমপক্ষে বিএনপির ১৫ জন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন। উপজেলা ও পৌরসভাতেও একই রকম ব্যবস্থা থাকবে। শৃঙ্খলা রক্ষার জন্য সহযোগী দল থাকবে।
তিনি আরও জানান, সকল প্রকার অপতৎপরতা রুখে দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা করেন এবং বিএনপি এ ক্ষেত্রে সহযোগিতা করবে।
সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সুনামগঞ্জের দ্য পিস প্লেস হোটেলের হল রুমে মতবিনিময় সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট শেরে নুর আলী, অ্যাডভোকেট মাজহার, অ্যাডভোকেট মাসুক আলম, মো. রেজাউল করিম। বিএনপির নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামীকাল ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় ৪২৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। যার মধ্যে সার্বজনীন ৪২০টি ও ব্যক্তিগত ৪টি। এবার সদর উপজেলায় ৫১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। এর মধ্যে উপজেলায় ২৩টি সার্বজনীন ও ২টি ব্যক্তিগত এবং পৌরসভায় ২৫টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত পূজামণ্ডপ রয়েছে। তাহিরপুর উপজেলায় ২৯টি, ধর্মপাশা উপজেলায় ২১টি, মধ্যনগর উপজেলায় ৩২টি, জামালগঞ্জ উপজেলায় ৫১টি, ছাতক উপজেলায় ৩০টি, জগন্নাথপুর উপজেলায় ৩৯টি, দিরাই উপজেলায় ৭০টি, শান্তিগঞ্জ উপজেলায় ২১টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৯টি, শাল্লা উপজেলায় ৩২টি, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর