
সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান মালিক বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সাইফুল ইসলাম পরিবারসহ নওগাঁ মাজারে গেলে তার অনুপস্থিতির সুযোগে ইটালি ইউনিয়ন যুবদলের সদস্য মৃত রাজ্জাকের ছেলে ফারুক ও তার সহযোগীরা দোকানঘর দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে এগিয়ে আসেন স্থানীয় সেলিম ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিক। তাদেরকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
দোকান মালিক সাইফুল ইসলাম বলেন, আমি গ্রাম থেকে পরিবারের সবাইকে নিয়ে হান্ডিয়াল নওগাঁ মাজারে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই ফারুক, ঠান্টু, আজমল গংরা আমার দোকান ঘর দখল করছে। তারা প্রভাব খাটিয়ে এই কাজ করছিল। পরে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানায়।
আহত সেলিম ও সিদ্দিক জানান, ফারুক ও তার সহযোগীরা বাজারে অবস্থিত সাইফুলের একটি দোকানঘর দখল করার চেষ্টা করছিল আমরা বাধা দেওয়ায় তারা আমাদের উপরে হামলা চালায় আমরা এর বিচার চাই।
অভিযোগ বিষয়ে জানতে যুবদল নেতা ফারুকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর