
সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী এলাকায় গ্রামিন চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আমিনা-তাহ্ছিনা কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় মানুষের সহজলভ্য স্বাস্থ্যসেবার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে এই ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা ডা. আব্দুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এ কেএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ।
সমাজসেবক আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাতটিকরী পুড়ান মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন আমিনা-তাহ্ছিনা কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা, অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক ডা. তানজিদা আকতার (এমবিবিএস, ডিএমইউ, এএমসি)।
বক্তরা বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ। আমরা আশা করি, স্থানীয় মানুষ এখান থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজে পাবে।” এ ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ অতি সুলভে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের জন্য এটি হবে আশীর্বাদস্বরূপ।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা ক্লিনিকটি ঘুরে দেখেন এবং এর সেবার মান আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি আধুনিক কমিউনিটি ক্লিনিকের প্রয়োজন ছিল। এ ক্লিনিক চালু হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর