
টাঙ্গাইলের সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে মা ও শিশু কেয়ার ক্লিনিক থেকে মিলপাড় পর্যন্ত জরুরি সংস্কার কার্যক্রম শুরু হয়। সম্প্রতি এ সড়কের দুরবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তাঁর নজরে এলে তিনি নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করেন।
একাধিক অটো চালক, সিএনজি চালক ও পথচারীদের সঙ্গে কথা হলে তাঁরা সালাউদ্দিন আলমগীর রাসেলের এমন মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম। বর্তমানে এটি খানাখন্দ, ভাঙাচোরা পিচ আর বৃষ্টির পানিতে জলাবদ্ধ এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
সড়কের দুই পাশে রয়েছে গ্রাম, স্কুল-কলেজ, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু সখীপুর নয়, টাঙ্গাইল সদর, বাসাইল, ঘাটাইল, মির্জাপুর, ভালুকা, ফুলবাড়িয়া ও ময়মনসিংহের ত্রিশালের মানুষও এ সড়ক ব্যবহার করেন।
বর্ষাকালে সড়কটি রূপ নেয় কাদার সাগরে। ছোট যানবাহন প্রায় চলতেই পারে না, ভারী যান কাদায় দেবে যায়। প্রতিদিন ঘটে ছোট-বড় দুর্ঘটনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন সবচেয়ে বেশি।
অঞ্চলবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কের স্থায়ী সংস্কার নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়রা অবিলম্বে সড়কের টেকসই সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজ)-এর কাছে দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর