
সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ম্যান ইন ব্লুরা। এদিন ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান, একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি পাবে। কিন্তু মাঠে খেইয়ে হারিয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। তবে শেষের দিকে লড়াই করে ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
রোববার (২১ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে হার্দিকের বলে ক্যাচ আউট হয়েছেন ফখর। হার্দিকের আউট সুইং বল কাট করতে গিয়ে স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
তিনে ব্যাট করে এসে শুরুতে বরুণের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন সাইম আইয়ুব, কিন্তু তা তালুবদ্ধ করতে পারেননি কুলদ্বীপ যাদব। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন ওপেনার সাহিবজাদা ফারহান। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৫ রান তুলতে পারে পাকিস্তান।
প্রতি ওভারেই বাউন্ডারি মারার চেষ্টা করতে থাকেন ফারহান। এতে ৩৪ বলে ফিফটি তুলে নেন এই পাক ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি সাইম। ১৭ বলে ২১ রান করে ফেরেন তিনি। এরপর ফারহানকে সঙ্গ দিতে থাকেন হুসাইন তালাত।
দুজনের ব্যাটে ভর করে ১২ ওভারে দলী সেঞ্চুরি তুলে নেয় পাকিস্তান। এরপরই ছন্দপতন ঘটে পাকিস্তানের। ১১ বলে ১০ রান করে ফেলেন তালাত। ৫ রান পরে শিভব ডুবেকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন ফারহান। এতে ১১৫ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সালমান আলী ও মোহাম্মদ নাওয়াজ।
তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাওয়াজ। ১৯ বলে ২১ রান করে দলকে বড় সংগ্রহের বাধা হয়ে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ৮ বলে ২০ রান এবং সালমানের ১৩ বলের ১৭ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান।
ভারতের হয়ে দুই উইকেট শিকার করেন শিভাম ডুবে। এ ছাড়াও কুলদ্বীপ যাদব ও হার্দিক পান্ডিয়া নেন ১ উইকেট।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর