
ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় পিকআপে থাকা আরও দুজন আহত হন।
সোমবার সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায় পিকআপটি। মুরগির খাবার ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুজনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর