
পৃথিবীতে কত ধরনেরই না দিবস আছে। কোনো দিবসে ভালোবাসা প্রকাশ পায়, আবার কোনো দিবসে প্রশংসা। তবে আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। মূলত গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে জনসচেতনতা তৈরিই এ দিবস পালন করা হয়।
২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) সাউথ আফ্রিকা দিনটিকে ‘বিশ্ব গন্ডার দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর এদিন বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।
বর্তমানে পৃথিবীতে পাঁচ প্রজাতির গন্ডার টিকে আছে—আফ্রিকায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। তবে চোরাশিকার, বন ধ্বংস এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা আজ বিলুপ্তির মুখোমুখি।
গন্ডার রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমকেও শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন দেশে দিনটি পালিত হয় ভিন্ন ভিন্ন আয়োজনে। কোথাও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও বিতর্ক সভা, আবার কোথাও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, পোস্টার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমেই এ দিবসকে ঘিরে জনসচেতনতা তৈরি করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ, চোরাশিকার আর বন ধ্বংসের মতো নানা কারণে গন্ডার আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। যদি এখনই সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে গন্ডার প্রজাতি হারিয়ে যেতে পারে পৃথিবী থেকে। আর সেই সচেতনতা জাগাতেই নানা উদ্যোগ ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব গন্ডার দিবস উদযাপিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর