
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে ফের সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলযোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন দুই যুবক। হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। ডাকাতরা মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতরা হলেন- ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নম্বর ওয়ার্ডের আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) ও ঈদগড় চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)। দুজনই পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি।
টমটমচালক রাসেল বলেন, ‘আমি যাত্রী নিয়ে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলাম। হিমছড়ি ঢালায় দেখি ডাকাতরা তিনটি টমটম ও কয়েকটি সিএনজি থামিয়ে রেখেছে। প্রায় আধাঘণ্টা ধরে যাত্রীদের মারধর করে, গাড়ি ভাঙচুর চালিয়ে টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে।’
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল অতিক্রম করার সময় প্রায় ৩০-৪০টি গাড়ি আটকে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
অপহৃত হেলালের মা মাহমুদা বেগম বলেন, ‘আমাদের পরিবার খুব অসহায়। ডাকাতরা ছেলের মোবাইল থেকে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’
এ বিষয়ে ঈদগাঁও থানার নবনিযুক্ত ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
খবর পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম, এএসআই শামসুদ্দিন, স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর