
ঢাকা-৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ হাজী মোঃ এনায়েত উল্লাহ-এর ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আজিমপুর এস্টেট জনকল্যাণ মিলনায়তনে আয়োজিত এ সভায় অংশ নেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের এমপি পদপ্রার্থী হাফেজ হাজী মোঃ এনায়েত উল্লাহ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে তার ভাবনা উপস্থাপন করেন।
সভায় ঢাকা মহানগরী দক্ষিণে কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক জনাব আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক আহসান উল্লাহ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য যথাক্রমে, লালবাগ পূর্ব থানার আমীর ড.শামীমুল বারী এবং চকবাজার দক্ষিণ থানা আমীর জনাব আনিসুর রহমান, বংশাল দক্ষিণ থানা আমীর জনাব মাহবুবুর রহমান এবং লালবাগ পশ্চিম থানার আমীর জনাব আব্দুল ওহাব প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষভাবে বক্তব্য রাখেন লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও কামরাঙ্গীরচর থানার দায়িত্বশীল আমীরগণ। তাঁরা এলাকার জনগণের চাহিদা ও সম্ভাবনাকে তুলে ধরেন এবং নেতৃত্বের দিকনির্দেশনায় পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উন্নয়নের জন্য গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
আগামী দিনে উন্নয়ন ও ঐক্যবদ্ধ প্রয়াসের অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর