
ঢাকার সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি ও তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন।
এর আগে গতকাল দুপুরে সাভার মডেল থানা পুলিশ পৌর এলাকার ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জসিম উদ্দিন তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের ছেলে।
সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের বাসিন্দা নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ১৭৬ নম্বরে আসামী।
এ ছাড়া একই দিনে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন ঢাকা কমার্স কলেজের ছাত্র ও সাভারের বাসিন্দা আবদুল আহাদ সৈকত (১৭)। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় জসিম উদ্দিন ১০০ নম্বর তালিকাভুক্ত আসামী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর