
ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অর্থনৈতিকভাবে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল এক দশকে ক্রিকেট বোর্ড অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছে। এদিকে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই।
নতুন করে বিসিবির নির্বাচনের তারিখও নির্ধারিত হয়েছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। তার আগে গতকাল ছিল বর্তমান পরিচালকদের শেষ বোর্ড সভা। পরে সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
সেখানে মিঠু জানিয়েছেন, বর্তমান ক্রিকেট বোর্ড ১৩৯৮ কোটি রেখে যাচ্ছে। এর মধ্যে কিছু টাকা এফিডিআর হিসেবে রয়েছে। সেই সঙ্গে আছে নগদ ক্যাশও।
মিঠু বলেন, ‘আমরা (বর্তমান কমিটি) প্রায় চৌদ্দ শ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা যদি বলি, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এসব নিয়ে প্রায় চৌদ্দ শ কোটি টাকা।’
কুশল/সাএ
সর্বশেষ খবর