
রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনয়নের সূবর্ণখোলা গ্রামে অভিযান চালিয়ে ২৩ সেপ্টেম্বর রাতে দেশীয় তৈরি অস্ত্র, গুলী ও ককটেল বোমা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কশবামাজাইল ইউপির সূবর্ণখোলা গ্রামে মিরাজ খাঁ'র বাড়ির পাশে অভিযান চালায় যৌথ বাহিনী।
এ সময় পরিত্যাক্ত অবস্থায় ০১ টি পাকিস্তানি রিভালবার, ০১ টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান, ০২ রাউন্ড ওয়ান সুটার গানের এ্যামোনিশন ও ০১ টি হ্যান্ড ককটেল উদ্ধার করে তারা।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আভিযানিক দল ।
উদ্ধারকৃত অস্ত্র-গুলী-বোমা পাংশা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন মামলার প্রস্তুতি চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর