
যশোর জেলা বিএনপি শার্শার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আইনালকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। তার বিরুদ্ধে তেলপাম্প দখল, জালজালিয়াতি, বিচারকের স্বাক্ষর জাল করা, ওয়ারিশ সনদ জাল করা, চাঁদাবাজিসহ ডজন ডজন অভিযোগ রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছে যশোর জেলা বিএনপি। এসব বিষয়ে দল কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ২২০ জনকে সাংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত আরও একটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বারকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনো নেবে না। বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তাদেরও দলীয় শৃঙ্খলার স্বার্থে কঠোর সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে। সুবিধাভোগী মানসিকতার কোনো স্থান বিএনপিতে নেই। তারেক রহমানের নির্দেশ পালনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর