
ডাকসু নির্বাচনে নানা অসঙ্গতির অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির সমালোচনা করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ উত্থাপন করেন।
আব্দুল কাদের বলেন, নির্বাচনের আগে কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনের দিন সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে। কিন্তু আমরা সেদিন ফোন করে নানা সমস্যার কথা জানালেও তারা শুধু বলেছিল, দেখছি। নির্বাচনের পরও আমরা উদ্বেগ জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা মিছিল বা অবরোধ করিনি, শুধু চেয়েছি শিক্ষার্থীদের মনে কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা দূর হোক। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের উদ্বেগ কমিশনের কার্যক্রম নিয়েই।
কাদের অভিযোগ করেন, ব্যালট পেপারের মতো গুরুত্বপূর্ণ নথি গাউসুল আজম মার্কেটে অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ভোটার উপস্থিতি নিয়েও সন্দেহ আছে। প্রশাসন এসব বিষয়ে অনিহা দেখাচ্ছে, যা শিক্ষার্থীদের শঙ্কা আরও বাড়াচ্ছে।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ৯ সেপ্টেম্বরের এই নির্বাচন শুধু এখন নয়, ভবিষ্যতেও ইতিহাসে আলোচিত হবে। প্রায় সাড়ে চারশো প্রার্থী ও হলে প্রতিদ্বন্দ্বীরা নানা উদ্বেগ জানিয়েছেন। কিন্তু প্রশাসন কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বিশেষ করে গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার পাওয়া এবং ভোটার তালিকা প্রকাশ না করায় আমাদের সন্দেহ আরও বেড়েছে।
তিনি অভিযোগ করে বলেন, জহুরুল হক হল ও মুজিব হলে প্রদর্শিত ভোটার উপস্থিতি বাস্তবের সঙ্গে মিলেনি। আমরা ভিসি ও প্রক্টরের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট কোনো জবাব পাইনি। বরং প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা দেখেছি। আমরা চাই, দ্রুত এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হোক।
এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, স্বতন্ত্র জিএস পদপ্রার্থী আরাফাত চৌধুরী, ছাত্রদলের এজিএস পদপ্রার্থী শেখ তানভীর আল হাদী মায়েদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর