
নলডাঙ্গায় আগামী সাত দিনের মধ্যে নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে রেলপথ অবরোধের হুশিয়ারি ও কঠোর আন্দোলনের ডাক দিয়েছে জনতা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে নাটোরের মাধনগর রেলওয়ে প্লার্টফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপি নেতা আবুল হোসেন মৃধা, মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম নজু, মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান মৃধা, যুবদল কর্মী সাজু শাকিদারসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশব্যাপী আলোচিত এই ঘটনায় প্রসাশনের তেমন ভূমিকা নাই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় নাশকতাকারী গ্রেফতার হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। তারা নানা কৌশলে প্রসাশনের সাথে ও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে,উপজেলায় মাধনগরে রেলে নাশকতা, দেয়াল লিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে আসে।
বক্তরা আরো বলেন, নাশকতাকারীদের গ্রেফতার করার দাবি করেন এবং নাশকতাকারীদের গ্রেফতান করা না হলে রেলপথ অবরোধ ও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর