
বিডি২৪লাইভ এ সংবাদ প্রকাশের পর হাত না থাকায় পা দিয়ে লেখা সেই অদম্য জসীমের (২৫) পাশে দাঁড়িয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাওন সাগর।
গত ২১ সেপ্টেম্বর "নগরকান্দায় পা দিয়ে লেখা অদম্য কলেজ ছাত্রের ভাগ্য জুটছে না এনআইডি" শিরোনামে বিডি২৪লাইভে সংবাদ প্রকাশের পর বুধবার(২৪ সেপ্টেম্বর) জসীমের জাতীয় পরিচয়পত্র করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা।
প্রসঙ্গত, জসীমের হাত না থাকায় জাতীয় পরিচয়পত্র করতে জটিলতায় পড়ে জসীম। হাত না থাকায় আঙ্গুলের ছাপ দিতে পারছিলো না জসীম। প্রায় দুই বছর নির্বাচন অফিসে ঘুরেও পাচ্ছিলো না জাতীয় পরিচয়পত্র। তবে সংবাদ প্রকাশের পর করা হচ্ছে তার জাতীয় পরিচয়পত্র। জসীম ২০১৬ একটি ভ্যানগাড়ি এবং ২০২২ সালে ৬০ হাজার টাকা পুরস্কার পান তৎকালীন জেলা প্রশাসকের কাছ থেকে। যা জসিমের জীবন চলার পথকে আরও বেগবান করে।
এবিষয়ে ভুক্তভোগী জসীম জানান, আমার কলেজের কাজে ও দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়। বিডি২৪লাইভ এ সংবাদ প্রকাশের পরে ইউএনও স্যার ও নির্বাচন কর্মকর্তা খুব আন্তরিকতার সাথে আমার জাতীয় পরিচয়পত্র করে দিয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, জসীমের জাতীয় পরিচয়পত্র প্রস্তুতির জন্য আমরা সব কাজ সম্পন্ন করে ঢাকা নির্বাচন অফিসে পাঠিয়েছি, আশাকরি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জসীম জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবে। তিনি আরোও জানান, জসীমকে আর্থিক সহযোগিতা হিসেবে ৫ হাজার টাকা উপহার দিয়েছি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর