
নেত্রকোণা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা, এক যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার মদন উপজেলাধীন মদন বাজারে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই অভিযানে বিভিন্ন দোকান থেকে আনুমানিক ৪৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন অলিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মদন, নেত্রকোণা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক প্রতীক ইসলাম। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন মদন থানা পুলিশের একদল চৌকশ সদস্য। এছাড়া মদন উপজেলা অফিস ও পরিবেশ অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উক্ত মোবাইল কোর্টে বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ব্যক্তিবর্গের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর