
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকেরছাড়া ইউনিয়নের আড়ায়ার কোটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুল্লাহ (২)। তিনি ভূরুঙ্গামারী আল হেরা ইসলামী একাডেমীর সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে শিশুকে না পেয়ে মা ধারণা করেন যে, সে হয়তো বাবার সঙ্গে নিকটবর্তী বাজারে গেছে। কিন্তু সন্ধ্যায় বাবা বাড়িতে ফিরলে শিশুটি তার সঙ্গে না থাকায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পার্শ্ববর্তী একটি বিল থেকে শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর