
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে একটি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার দুপুরে পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা সার ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা সার ঠেলাগাড়িযোগে পার্শ্ববর্তী তিলাই ইউনিয়নে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা তা আটক করে। সার ক্রয়ের কোনো রশিদ এবং সার স্থানান্তরের সন্তোষজনক উত্তর দিতে না পারায় কৃষকরা উপজেলা কৃষি অফিসারকে খবর দেন। বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী অনুপস্থিত থাকলেও ম্যানেজার ওবায়দুল হক সার স্থানান্তরের কথা স্বীকার করলে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকের স্বার্থ রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর