নেত্রকোণা জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
উপপরিচালক, স্থানীয় সরকার, নেত্রকোণা, মোঃ আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের বিচারকাজ সুচারুভাবে সম্পন্ন করায় জেলার তিনজনকে পুরস্কৃত করা হয়। আদালত পরিচালনায় শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার পায় জেলার হাওরাঞ্চলের উপজেলা খালিয়াজুরী। দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণের অন্যতম হাতিয়ার হিসেবে গ্রাম আদালত শক্তিশালী ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক সততা ও নিষ্ঠার সাথে গ্রাম আদালত কার্যক্রম চালিয়ে যাবার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর