
মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই হেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি ও সাবেক উপজেলা আমির হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন সুরমান, বায়তুলমাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, উপজেলা জামায়াতে ইসলামী নেতা লুৎফুর রহমান আজাদী, অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন, মুস্তাকিম আলী, নজরুল ইসলাম, আশরাফ আহমদ, ইসলাম উদ্দিন, আব্দুল মুকিত, আব্দুস সাত্তার প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর