
এশিয়া কাপের ফাইনালের সমীকরণ এখন একেবারেই সহজ জিততেই হবে বাংলাদেশকে। সুপার ফোরের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই ম্যাচে জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। তবে হারলে ফাইনালে জায়গা পাবে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
ভারত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর