
*হালুয়াঘাটে সিসি ক্যামেরার নজরদারিতে দুর্গাপূজা*
সহকারী কমিশনার (ভূমি) ও হালুয়াঘাট পৌর প্রশাসক জান্নাত ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। এ বছর হালুয়াঘাট পৌর শহরের প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং তিনি পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের খোঁজখবর নিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর