
হালুয়াঘাটে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটূক্তির অভিযোগে মোস্তাফিজুর রহমান সুমন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি পাগলপাড়া গ্রামের মোশারফ হোসেন ওরফে দুলালের ছেলে। এছাড়াও মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈচাপুর ইউনিয়নের পাগলপাড়া আল-হেলাল জামে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের নামাজ পড়ার চটে আগুন ধরিয়ে দেয়। এবং হাতে থাকা হাতুড়ি দ্বারা মসজিদের জানালার থাই গ্লাস ভাংচুর করে। তৎসময় মসজিদে যোহরের নামাজ পড়তে আসা মুসুল্লিরা চটের আগুন নিভিয়ে তাহাকে বাধা প্রদান করিলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ মসজিদের পবিত্রতা নষ্ট করার নিমিত্তে বাজে অঙ্গ-ভঙ্গি করে। একপর্যায়ে মসজিদের খাদেম ক্বারী মোঃ আলমগীর হোসেন অভিযুক্তকে উক্ত দোষকর্ম হইতে বিরত করিতে গেলে মোস্তাফিজুর রহমান সুমনের হাতে থাকা হাতুড়ি দিয়া মাথায় আঘাত করে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে রাতে উপজেলার সাহপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। পরে এই ঘটনায় মোস্তফা কামাল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর