
রাজবাড়ীর পাংশায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পৌর জামায়াতে ইসলামীর আয়োজনের এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার আসর নামাজের পর পৌর সভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় । মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী- ২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো: হারুন অর রশীদ।
পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, নায়েবে আমীর মনজুর রহমান, পৌর আমীর কাজী ফরহাদ জামিল রুপু, সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি এনামুল হক। এসময় সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত ও শিবিরে নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর