
কুমিল্লা-১০ সংসদীয় আসন (লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) আলোচিত এমপি পদপ্রার্থী, বিগত আন্দোলন সংগ্রামে- ঢাকা এবং কুমিল্লার রাজপথের অকুতোভয় যোদ্ধা যুবনেতা, ইমরান মজুমদার।
বাংলাদেশের রাজনীতিতে নতুন নেতৃত্বের উত্থান সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। বিশেষ করে তৃণমূল থেকে উঠে আসা, আন্দোলন-সংগ্রামে মাঠে লড়াই করে গড়া নেতৃত্ব জনগণের কাছে ভিন্ন মর্যাদা পায়। কুমিল্লা জেলার রাজনীতিতে এমনই এক আলোচিত নাম ইমরান মজুমদার। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ছাত্ররাজনীতি, আইনজীবী ও যুবদলের রাজনীতিতে তিনি সক্রিয় থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাহসী, কর্মীবান্ধব এবং ত্যাগী নেতারূপে।
বর্তমানে তিনি আলোচনায় এসেছেন কুমিল্লা-১০ (ক) নাঙ্গলকোট উপজেলা সংসদীয় আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী হিসেবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, কর্মীবান্ধব এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় উপস্থিতি তার বিশাল কর্মী বাহিনী নিয়ে তাকে এ আসনে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরছে।
আন্দোলন-সংগ্রামের মঞ্চে সাহসী পরিশ্রমিক দক্ষ নেতা, ২০১১ সাল থেকে টানা বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে ঢাকা এবং কুমিল্লার মাঠে থেকেছেন ইমরান মজুমদার।
বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় সব কর্মসূচিতেই তিনি সরাসরি উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দমন-নিপীড়নের শিকার হয়েছেন বারবার। একাধিকবার গ্রেফতার হয়েছেন এবং কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে মোট নয়টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়, যা প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই আন্দোলনের সামনের সারির নেতা।
তৃণমূল নেতারা তাকে “ত্যাগী ও পরীক্ষিত” নেতা হিসেবে আখ্যা দেন।
রাজনৈতিক ভবিষ্যৎ ও পরিকল্পনা:-
ইমরান মজুমদার নিজেও বিশ্বাস করেন, আগামী দিনে বিএনপিকে তরুণ নেতৃত্বকে সামনে আনতেই হবে। তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে কয়েকটি বিষয় তুলে ধরেছেন—
১. ডিজিটাল সংগঠন গঠন: সব তথ্য ডিজিটালি সংরক্ষণ ও কর্মীদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকা।
২. রাজনৈতিক শিক্ষা কর্মশালা: নতুন প্রজন্মকে সংগঠিত করতে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন।
৩. জনসম্পৃক্ত রাজনীতি: রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা।
৪. তৃণমূলকে শক্তিশালী করা: ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় কমিটি গঠন।
৫. তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়া: নতুন প্রজন্মকে সামনে আনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।
কুমিল্লা-১০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় আসা অমূলক নয়। বরং তার অভিজ্ঞতা, কর্মীবান্ধব ভাবমূর্তি এবং আন্দোলনে নেতৃত্বই প্রমাণ করে—
তিনি কেবল একজন প্রার্থী নন, বরং ভবিষ্যতের জাতীয় নেতৃত্বের জন্য এক উজ্জ্বল সম্ভাবনা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর