
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী লিপন রায় দ্বীপ আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কাজল দাশ ও অতনু বর্মন কমিটির ১ নং সহ-সভাপতি ছিলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাটে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দ্বীপ ছিলেন ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তার ব্যাচমেট ও সাংবাদিক আব্দুল্লাহ আল জোবায়ের জানান, ব্যক্তিগত কারণে দ্বীপ আত্মহত্যা করেছেন। তিনি বলেন, “চাকরি নিয়ে হতাশা থেকে মৃত্যুর গুজব শোনা গেলেও দ্বীপ ডাচ বাংলা ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন। চাকরির সমস্যা নয়, বিষয়টি একান্তই ব্যক্তিগত।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর