
নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক এরশাদ (২২) পথচারী বাবলু (৫৫) নামের দুইজন নিহত হয়েছে। দূর্ঘটনায় এক নারীসহ ২ জন আহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কয়লার ডহর এলাকায় ও লালপুর কসাইপাড়া মোড়ে পৃথক দুটি দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু (৫৫) উপজেলার মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে ও এরশাদ আলী রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের মৃত দুখু সরদারের ছেলে। আহত মোটরসাইকেল চালক নুর আলম মোহরকয়া গ্রামের বজলুর ছেলে ও অজ্ঞাত এক নারী।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোহরকয়া গ্রামের কয়লার ডহর নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগ্রামী একটি মোটরসাইকেল বাবলুকে ধাক্কা দেয়। এতে বাবলুসহ মোটরসাইকেল চালক নূর আলম গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে বাঘা এলাকায় পৌঁছালে বাবলুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বাবলুর ভাই শরিফুল ইসলাম।
অন্য দিকে রাত ১২টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর অঞ্চলিক সড়কের রামকৃষ্ণপুর কসাইপাড়া মোড় এলাকায় একটি দ্রুতগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫১-৫৮৭৫) একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চলক এরশাদ আলীর মৃত্যু হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার খোরশেদ আলম জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবলুর মৃত্যু হয়েছে। অপর সড়ক দুর্ঘটনায় এরশাদ আলীকে হাসপাতালে নেওয়ার পূর্বে মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উভয় পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর