
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়। ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রূপায়ণ মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস ব্যবসা করেন।
অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রূপায়ণ বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোনো অপরাধমূলক কাজ নেই যা সে করে না। রূপায়ণ মাঠ এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন দোকানে লুটপাটসহ নানা অপরাধমূলক কাজ করে থাকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। বেশ কিছুদিন আগে ইয়ার হোসেনকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন ওই এলাকার ডিস ব্যবসায়ী রবিন। পরে ইয়ার হোসেন এলাকার বিভিন্ন লোকের কাছে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে আরও ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রবিনের বাড়িতে এসে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। পরে রবিন এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা বলেন, "ইমারতের ছেলে ইয়ারের কথা আর বলবেন না। সে তো একজন বেপরোয়া। ওর জন্য কেউই শান্তিতে নেই।"
অভিযুক্ত ইয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, "এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর