
ঘনঘন লোডশেডিংয়ের কারণে ৫০ শয্যাবিশিষ্ট জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে চিকিৎসকদের যেমন চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, তেমনি রোগী ও তাঁদের স্বজনদের অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। অভিযোগ করা হলেও স্থানীয় প্রশাসন নির্বিকার।
রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে। সম্প্রতি ব্যাপক লোডশেডিংয়ের কারণে তীব্র তাপপ্রবাহের মধ্যে হাসপাতালের রোগীরা সীমাহীন কষ্ট ভোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিকার করছে না। তেলের অভাবে জেনারেটর চলে না। সোলার প্যানেল নষ্ট। রাতে বিদ্যুৎ না থাকলে পুরো হাসপাতালে অন্ধকার নেমে আসে। স্থবির হয়ে পড়ে পুরো হাসপাতাল। মোবাইলের আলোই রোগীদের ভরসা। চিকিৎসক-নার্সদের সেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়ে বলে জানা গেছে। চিকিৎসা সেবা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. দেবাশীষ রাজবংশী জানান, বিদ্যুতের লোডশেডিংয়ে জেনারেটর চালাতে হলে প্রতিদিন ৩-৪ লিটার জ্বালানি তেলের প্রয়োজন। ২ বছর যাবৎ কোনো বরাদ্দ নেই। সোলার নিজ উদ্যোগে কয়েকবার ঠিক করা হলেও প্রয়োজনীয় লোড নিতে পারে না। বর্তমানে সেটিও নষ্ট হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই বিদ্যুতের বিকল্প সমাধান আসবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর