
পরিবেশের তথ্য ডিজিটাল যুগে সুনিশ্চিত করার ইউনেস্কোর প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার প্রমুখ। বক্তারা পরিবেশ বিষয়ক তথ্যের সহজলভ্যতা এবং সঠিক ও একনিষ্ঠ তথ্য সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর