
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বাড়িতে নিষিদ্ধ ইয়াবার দোকান খুলে বসার অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে শাহজাদপুর থানার ওসি আছলাম আলীসহ থানা পুলিশের একটি দল শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মোদক পাড়া মহল্লায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন: একাধিক মাদক মামলার আসামি ও মাদক কারবারি দ্বারিয়াপুর মোদক পাড়ার মজনু বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (৩৫), মান্নান বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (৪৪) এবং পাড়কোলা মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে মাসুম রানা রুপম (৪২)।
আটককৃত মাদক কারবারিদের সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে বলে ওসি আছলাম আলী নিশ্চিত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর