
সাভারের আশুলিয়ায় এক মাদক ব্যবসায়ী ও তাদের সদস্যদের হাত থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা চেয়ে রবিন হোসেন নামের এক ডিস ব্যবসায়ী ও তার মা সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় তার নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে রবিন হোসেন অভিযোগ করে বলেন, জামগড়া রূপায়ন মাঠ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মোবাইল ও টাকা ছিনতাই, দোকানপাট ভাঙচুরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে স্থানীয় ইমারত হোসেনের ছেলে ইয়ার হোসেন (২৫)। পরে বেশ কিছুদিন আগে তিনি ইয়ার হোসেনকে মাদক বিক্রি করতে নিষেধ করেন। এরপর থেকেই ওই মাদক ব্যবসায়ী তাকে মেরে ফেলার হুমকি দেন এবং তার বাড়িতে একাধিকবার হামলা করে।
রবিন হোসেন দাবী, গেল ২৪শে সেপ্টেম্বর তিনি ঢাকার বাইরে থাকাকালীন সময়ে ইয়ার হোসেন দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এসময় তাকে না পেয়ে তার মাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে এবিষয়ে আশুলিয়া থানায় তিনি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পরে পুনরায় শনিবার সন্ধ্যায়ও তাদের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে এবং না পেয়ে ফের তার মাকে হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি পুলিশের বিভিন্ন মহলে জানালেও সহযোগিতা না পাওয়ার দাবী করেন তিনি। এবিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
রবিনের মা বৃদ্ধা রোকেয়া বেগম আক্ষেপ নিয়ে বলেন, তার স্বামী নেই। ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। যেকোন সময় বড় ধরণের ক্ষতি করতে অয়ারে তার ছেলের। তাই প্রশাসন যেন আমার ছেলে ও পরিবারকে নিরাপত্তা দেন।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন,ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম এবং এ্যাকশন নিয়েছি। তবে ইয়ার আলী ছেলেটা একজন খারাপ প্রকৃতি লোক। এলাকায় তার বিরুদ্ধে মারামারি ও কাটাকাটি সহ নানা অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর