
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। এছাড়া শার্শা, বাগআঁচড়া, বেনাপোল, ঝিকরগাছা ও বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক মনির দীর্ঘদিন ধরে সৎ, নির্ভীক ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী সবসময় ছিল উচ্চকণ্ঠ। তাকে পরিকল্পিতভাবে একটি সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। কোনো তদন্ত ছাড়াই পুলিশ তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে, যা সাংবাদিক সমাজসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, মনিরের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের অপসারণও তারা জোর দাবি করেন।
গত ২৪ সেপ্টেম্বর, শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল স্কুলের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ তুলে মনিরের বিরুদ্ধে একটি ভিডিও ফেসবুকে প্রকাশ ও থানায় মামলা হয়। পরপরই তদন্ত ছাড়াই অজ্ঞাত কারণে অতি-উৎসুক পুলিশ তাকে গ্রেপ্তার করে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এই ঘটনাকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল রাজনৈতিক প্রতিহিংসার ফসল হিসেবে দেখছেন। তাদের দাবি, সম্প্রতি শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মনিরকে টার্গেট করে একটি কুচক্রী মহল এ নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এটিকে একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বলে মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনিরের মুক্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর