
কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের সময় তিন নারীকে আটক করেছে বিজিবি।
শনিবার রাতে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১১১/৬-এস তিনকে বিএসএফ কর্তৃক বিজিবির নিকট হস্তান্তর করা হয়। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই তথ্য নিশ্চিত করে। আটককৃতরা হলেন: যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম এবং সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোল্লার মেয়ে সালমা খাতুন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ৬৯ ব্যাটালিয়ন বিএসএফের পক্ষ থেকে জানানো হয় যে, তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন এবং তাদের ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। বিএসএফ কর্তৃক তিন বাংলাদেশি নাগরিকের নাম, ঠিকানা ও নিকটাত্মীয়ের ঠিকানা হস্তান্তরের পর উক্ত ঠিকানাসহ তথ্যের সঠিকতা নিরুপণের জন্য তাদের আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকটাত্মীয়গণ তাদের শনাক্ত করেন এবং তারা বর্তমানে নিখোঁজ রয়েছেন বলে জানান। এছাড়া আত্মীয়-স্বজন ও জনপ্রতিনিধিগণের মাধ্যমে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের ঠিকানার সঠিকতা পাওয়া যায়।
এতদপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয়/পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে আটককৃত তিন বাংলাদেশি নাগরিককে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর গ্রহণ সম্পন্ন করে অবৈধ অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, ভারত সীমান্তবর্তী ২১১১/৬ নং পিলারের নিকট দিয়ে শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে তিন নারী প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় সালমা বেগম, শিল্পী বেগম ও সালমা খাতুনকে আটক করা হয়। এসময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি। গত ১২ সেপ্টেম্বর একইভাবে তারা ভারতে প্রবেশ করেছিল।
আনন্দপুর বিজিবি নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।”
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর