
রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারায়ণপুর (বৈরাগী পাড়া) নবারুণ সংঘে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে মন্দির কমিটি।
রবিবার মহা ষষ্ঠীতে সন্ধ্যায় নবারুণ সংঘে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
নবারুণ যুব সংঘের সভাপতি দিবাকর অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা পৌর যুবদলের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম ফরিদ, নবারুণ সংঘের সেক্রেটারি জনি অধিকারী, সমর দাস, বিপ্লব অধিকারী, চন্দন রায়, সাগর দাস, বিদ্যুৎ কর্মকার, বন্দনা দাস, পঙ্কজ অধিকারী, কঙ্কজ অধিকারী, সঞ্জয় দাস, হিরণ রায়, কিংকর অধিকারী প্রমুখ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাংশা পৌর যুবদলের নেতা আশরাফুল ইসলাম ফরিদ বলেন, আমরা সকলে মিলে এ পূজা সুন্দরভাবে পালন করতে আমাদের সকল প্রকার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।
এ বছর পাংশা উপজেলায় ৯৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর