
ভোলার চরফ্যাশনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট পারভেজ হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অ্যাডভোকেট পারভেজ হোসেন এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
রোববার বেলা ১টায় উপজেলার শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে এই হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ৫ই আগস্ট পরবর্তী চরফ্যাশন আলিয়া মাদ্রাসা, জনতা বাজার জিয়াউর রহমান ডিগ্রি কলেজসহ বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হই। বেগম রহিমা ইসলাম কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পরে ডিজির প্রতিনিধি, বরিশাল বোর্ডের প্রতিনিধি নির্বাচনসহ কলেজের সার্বিক মানোন্নয়নে পূর্ণাঙ্গ কমিটিসহ কাজ করাকালীন ৩৩ দিনের মাথায় জাতীয় বিশ্ববিদ্যালয় চলমান কমিটি বাতিল করে নতুন কমিটি প্রদান করে। বিষয়টি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন আকারে চ্যালেঞ্জ করলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই কমিটির কার্যকারিতা স্থগিত করে। আমার নেতৃত্বাধীন কমিটি আবার কাজ শুরু করলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে গেলে হাইকোর্ট বিভাগের দেওয়া রুল দ্রুত শুনানির নির্দেশনা দিয়ে এই সময়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। চেম্বার জজ আদালত হাইকোর্ট প্রদত্ত স্থগিত আদেশ বাতিল না করায় হাইকোর্টের প্রদত্ত আদেশ বলে ২৮ সেপ্টেম্বর বেগম রহিমা ইসলাম কলেজে পূর্ব নির্ধারিত গভর্নিং বডির নিয়মিত বৈঠকের শেষ মুহূর্তে স্থানীয় রোমান, রুহুল মোল্লা, কামাল, ফরিদ ও সাজ্জাদ, সুমনসহ কতিপয় আমার অপরিচিত যুবকেরা মিটিংয়ে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা করে। আমি-সহ উপস্থিত সকলকে নির্দয়ভাবে মেরে রক্তাক্ত জখম করে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের আঘাতে আমি ও কামরুজ্জামান-সহ প্রায় ৮ জন আহত হই। তারা একপর্যায়ে আমার গলায় পরা টাই দিয়ে পেঁচিয়ে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ কলেজ শিক্ষকেরা এসে আমাদের উদ্ধার করলে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর