
পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তৎপরতার পর সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়, কারণ ভোররাতে সিগন্যাল অনুযায়ী অপর ঢাকাগামী একটি ট্রেনকে আগে গন্তব্যে পৌঁছতে দেওয়া হয়েছিল। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুসারে পঞ্চগড় এক্সপ্রেস তার মূল লাইনে ফেরার চেষ্টা করে। কিন্তু লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠার সময় ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়।
ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, “সিগন্যাল অমান্য করে ট্রেনটির ড্রাইভার দ্রুত গতিতে ট্রেনকে মেইন লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই কারণে লাইনচ্যুতি ঘটে। বর্তমানে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।”
পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা কালবেলাও নিশ্চিত করেছেন, “উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এখন ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর