
খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো আজও জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
১৪৪ ধারার মধ্যেই খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ। ১৪৪ ধারা ভঙ্গ করে গতকাল গুইমারায় অবরোধকারীরা সংঘবদ্ধ হলে পাহাড়ি-বাঙালি উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে দুর্বৃত্তদের গুলিতে ৩ জন নিহত হন। এ ঘটনায় ১৩ সেনা সদস্য, ৩ পুলিশ সদস্যসহ ২৮ জন আহত হন। এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য দোকানপাট-ঘরবাড়ি।
বর্তমানে খাগড়াছড়ি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে জেলাজুড়ে নিরাপত্তা বাহিনী, বিজিবি, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, 'খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। নতুন করে যাতে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।'
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, 'খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।'
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মারমা কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে পাহাড়ি বিভিন্ন সংগঠনগুলো।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয় মারমা সম্প্রদায়ের একটি সংগঠনের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক উক্যনু মারমা নামে এক যুবক। আর এ অবরোধ সফল করতে এতে পূর্ণ সমর্থন ও সংহতি জানায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সহ তাদের অনুগত সহযোগী সংগঠনগুলো। অবরোধের নামে জেলা জুড়ে তাণ্ডব চালায় পিকেটাররা।
সর্বশেষ খবর