
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাগলী বাজারের অদূরে পারডেমনা মারা গ্রামে সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে ফরিদ হোসেনের বাড়িতে রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়।
হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। যাওয়ার আগে তারা ওই বাড়িতে একাধিক গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। সন্ত্রাসীরা দুই দিনের মধ্যে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় ফরিদ হোসেন ও তার পরিবার আতঙ্কে রয়েছে। ঘটনার পরপরই পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বলে জানান ফরিদ হোসেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি।
ফরিদ হোসেন বলেন, রাতে আমার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে, একাধিক গুলি চালিয়েছে। আমার মা, স্ত্রী, মেয়ে ও বোনের স্বর্ণালংকার এবং কিছু নগদ টাকা নিয়েছে। আগামী দুই দিনের মধ্যে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়েছে; অন্যথায় আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সম্প্রতি পাংশার দক্ষিণাঞ্চলে অস্ত্রধারীদের ব্যাপক আনাগোনা বেড়েছে। কয়েকদিন আগে বাগলী বাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনাও ঘটেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চাঁদা চাওয়ার ঘটনা সঠিক। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর