
শিল্পাঞ্চল আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন তার ৫ সহযোগীসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র, কাঁচি এবং ধারালো ৫টি অস্ত্র, ৫ পট গাঁজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা রূপায়ণ এবং জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন – আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার মৃত ইমারত হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা ও কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ণ মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। এছাড়াও বিডি২৪লাইভ ডটকমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়। এরই সূত্র ধরে রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, রূপায়ণ বটতলা ও জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এবং মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপরাধ কাজে ব্যবহৃত সরঞ্জাম। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায়, তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।
পরবর্তীতে উদ্ধারকৃত বিপুল দেশি অস্ত্র, গাঁজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েমকারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।
রার/সা.এ
সর্বশেষ খবর