
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। গত ২২ ঘণ্টায় কামরাবাদ, ডোয়াইল ও ভাটারা ইউনিয়নে এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে এক বছর বয়সী শিশু রায়হান পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকালে রায়হান পুকুরের পাড়ে হাঁস ধরতে গিয়ে এই ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানান। অপরদিকে রোববার বিকেলে ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম নামের এক ইলেকট্রিশিয়ান মারা যান। বৈদ্যুতিক পিলারে কাজ করতে গিয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি (জাপবিস) সরিষাবাড়ী জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভুলে ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও রোববার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিফাত হোসেন দুপুরে বাড়ির পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সিফাত গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর