
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাসেল মণ্ডল (২০) নামের ওই তরুণকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
ভিডিও ফুটেজে তাকে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় লাকড়ি দিতে দেখা গেছে। রাসেল মণ্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার বাসিন্দা।
গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা হয়। এ সময় রাসেল মোল্লা নামে তার এক ভক্ত নিহত হন। নুরাল পাগলের লাশ পোড়ানো, রাসেল হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা ৩০০০-৪০০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। এই মামলায় পুলিশ রাসেল মণ্ডলসহ মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও, পুলিশের ওপর হামলা ও দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একই থানায় পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ১৬ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
সোমবার দুপুরে রাসেল মণ্ডলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব। তার ভাষ্য, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রাসেল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য লাকড়ি দিতে দেখা গেছে। তাকে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়। দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জন গ্রেপ্তার হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর