
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক আলেমের ওপর হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে স্থানীয় মাইজবাগ বাজারে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া আকন্দ বাড়ির বাসিন্দা ও ঈশ্বরগঞ্জ তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আদিল মিয়ার সঙ্গে প্রতিবেশী তারেক আকন্দ রকির পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার একটি পারিবারিক অনুষ্ঠানের সময় মুফতি আদিল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। মুফতি আদিল মিয়া জানান, "ঘটনার দিন আমাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে আমার মামা ডা. মতিউর রহমান অতিথি হিসেবে উপস্থিত হলে তাকে দেখে তারেক আকন্দ রকি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি পরিস্থিতি শান্ত করতে গেলে রকি ও তার পরিবারের লোকজন আমাকে বেধড়ক মারধর করে এবং আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।" আহত অবস্থায় চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে জানান। এ ঘটনায় তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, একজন আলেমের ওপর হামলা ও দাড়ি ছেঁড়ার মতো ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। দ্রুত বিচারের দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, "একজন সম্মানিত আলেমের সঙ্গে এমন আচরণ আমরা মেনে নিতে পারি না। বিচার না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।"
ঘটনার বিষয়ে অভিযুক্ত তারেক আকন্দ রকির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর